কুমিল্লায় দুই শতাধিক অসহায়ের পাশে শিক্ষার্থীরা

কুমিল্লায় শিক্ষার্থীদের টিফিনের টাকা বাঁচিয়ে জমানো অর্থ দিয়ে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শীতবস্ত্র উপহার দিয়েছে।

শীতের শুরুতেই অসহায় শিশুদের মুখে হাসি ফুটাতে বিকেলে কুমিল্লা রেলস্টেশনে প্রায় দুই শতাধিক পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটির আয়োজন করে লাল সবুজ উন্নয়ন সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা জানান, সংগঠনটির সকল সদস্যই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। তারা নিজেদের প্রতিদিনের টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শীতবস্ত্র সংগ্রহ করেন। শীত বাড়ার সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি কষ্টে পড়ে শিশু ও সুবিধা বঞ্চিত সাধারণ মানুষ। তাদের পাশে দাঁড়াতেই শিক্ষার্থীদের এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, গত সাড়ে ১৪ বছর ধরে তারা টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান, শিক্ষা উপকরণ বিতরণ এবং শীতবস্ত্র উপহার দিয়ে আসছেন। সমাজের অবহেলিত শিশুদের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য।

কাওসার আলম সোহেল জানান, চলতি শীত মৌসুমে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে এই কার্যক্রম পরিচালনা করা হবে। আগামী এক মাসে দেশের ১০টি জেলায় প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত শিশুকে শীতবস্ত্র উপহার দেওয়ার লক্ষ্য রয়েছে।

মানবিক এই উদ্যোগ শীতের কনকনে ঠান্ডায় কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে ছিন্নমূল শিশুদের জীবনে।

প্রতিবেদক: জাহাঙ্গীর আরম ইমরুল,
২৪ ডিসেম্বর ২০২৫