কুমিল্লায় র্যালি , আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে নগরীর টাউন হল মাঠ থকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
পরে শিল্পকলা একাডিমীতে জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরান হোসেন, ডেপুটি সিভিল সার্জন নিঃসর্গ মেরাজ চৌধুরী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুমিল্লার উপমহাপরিদর্শক প্রকৌশলী এম এম মামুন অর রশিদ।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ০১ মে ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur