কুমিল্লায় ভূমিকম্পে ভয়ে অজ্ঞান ৮০ নারী, হেলে পড়েছে ৫তলা ভবন

ভূমিকম্পে ভয়ে কুমিল্লা ইপিজেডের কর্মরত অন্তত ৮০ নারী ভয়ে অজ্ঞান হয়ে গেছে। তাদের মধ্যে ৫ জন দৌড়ে বের হতে গিয়ে আহত হয়েছেন। তাদেরকে ইপিজেডের ভেতর বেপজা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫০ আর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে ৩০ জনকে।

আহতদের বিষয়টি কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম। তিনি আরো জানান, ভূমিকম্পের সময় দুটি কোম্পানির নারী কর্মীরা ভয়ে আতংকিত দ্বিকবিদিক ছোটাছুটি করতে গিয়ে প্যানিক এট্যাকে আক্রান্ত হয়। তবে গুরুতর আহত হয় নি কেউ৷ তাদের সবাই এখন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় অবস্থান করছেন।

এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ জানান সেখানে অন্তত ৩০ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ১০:৩৮ মিনিটে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে ভূকম্প অনুভূত হয়। এ সময় কুমিল্লা ইপিজেডে কর্মরত নারীরা দৌড়ে বের হতে গিয়ে আহত হন, তাদের মধ্যে অনেকে ভয়ে অজ্ঞান হয়ে অফিসের মেঝে পড়েছিলেন। পরে আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এদিকে কুমিল্লা দাউদকান্দি উপজেলার গৌরীপুরে একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। আরেকটি দালানে ফাটল ধরেছে বলে জানিয়েছে স্থানীয়রা। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায় নি।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
২১ নভেম্বর ২০১৫