Home / সারাদেশ / কুমিল্লায় ভুয়া পরিচয়ে ২২ বছর কারারক্ষীর চাকরী করা প্রতারক গ্রেপ্তার
ভুয়া

কুমিল্লায় ভুয়া পরিচয়ে ২২ বছর কারারক্ষীর চাকরী করা প্রতারক গ্রেপ্তার

তথ্য পরিবর্তন করে ২২ বছর কারারক্ষীর চাকুরী করা প্রতারককে গ্রেফতার করেছে কুমিল্লার র‌্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী সিপিসি-২ এর একটি আভিযানিক দল।

প্রতারক মোঃ তাজুল ইসলামকে বৃহস্পতিবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। সে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিন শশীদল গ্রামের মৃতঃ কালা মিয়ার ছেলে মোঃ তাজুল ইসলাম।

র‌্যাব জানায়, মোঃ তাজুল ইসলাম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর গ্রামের ঔষধ ব্যবসায়ী মঈন উদ্দিন খান নাম ঠিকানা ও কাগজপত্র ব্যবহার করে ২২ বছর ধরে কারারক্ষির চাকুরী করে আসছিল।

র‌্যাব- ১১ এর সিপিসি- ২ এর কুমিল্লার কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামী তার প্রকৃত নাম-ঠিকানা গোপন করে প্রকৃত মঈন উদ্দিন খান এর নাম-ঠিকানা ব্যবহার করে দীর্ঘদিন ধরে চাকুরী করাসহ সরকারী সুযোগসুবিধা ভোগ করে আসছিল।

গ্রেফতারের পর তার দেওয়া তথ্য অনুয়ায়ী ৩ সেট কারারক্ষী ইউনিফর্ম, ১ টি কারারক্ষী জ্যাকেট, ১ সেট কারারক্ষী রেইনকোট, ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি-পত্রাদি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট মামলার তদন্ত পরিচালনাকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ১৩ জানুয়ারি ২০২৩