কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার (৯ জানুয়ারি) দুপুরে আদালতে পাঠানো হয়। এর আগে কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকা থেকে রবিবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিমপুর গ্রামের আলী হাসান রিয়াদ (২৯) ও চান্দিনা উপজেলার পরচঙ্গা গ্রামের শামীম হোসেন (২৮)।
ওসি রাজেশ বলেন, ‘রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শাসনগাছা মীম হাসপাতালের সামনে থেকে আলী হাসান রিয়াদকে আটক করি। পরে তার দেওয়া তথ্য মতে তার সহযোগী শামীমকে একই এলাকা থেকে আটক করি। পরে শামীমের বাড়িতে রাখা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করি।’
আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা
কুমিল্লা প্রতিনিধি, ৯ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur