কুমিল্লায় বান্ধবীকে নিয়ে রিক্সায় বেড়ানোর সময় পুলিশের ভুয়া সদস্য আটক

কুমিল্লায় পুলিশের পোশাক পড়ে বান্ধবীকে নিয়ে রিক্সায় বেড়ানোর সময় মো. সাগর হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চান্দিনার সদর এলাকা থেকে পুলিশের এ ভূয়া সদস্যকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে পুলিশের একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়। মো. সাগর হোসেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের মো. তাজুল ইসলাম এর ছেলে।

সে পুলিশের পোশাক পড়ে বান্ধবীকে ছবি তুলেও পাঠায়। এরই মধ্যে ওই বান্ধবী এবং বান্ধবীর সাথে চলা ঘনিষ্ট অপর বান্ধবীকেও নৌ-বাহিনীতে চাকুরী দিবে বলে প্রলোভন দেখাতে শুরু করে ওই যুবক। চাকুরী দিবে বলে শুক্রবার পোশাক পড়ে চান্দিনায় আসে সাগর হোসেন। বান্ধবীকে নিয়ে রিক্সায় যাওয়ার পথে নজরে পড়ে চান্দিনা থানা পুলিশের।

এছাড়া সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশের বিশেষ অভিযানে গেল এক মাসে অস্ত্র, মাদক, চোরাচালানসহ বিভিন্ন মামলায় ২৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ২৮টি চোরাই মোটর সাইকেল, অস্ত্র, মাদক, ভারতীয় বিভিন্ন মালামাল ।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, কুমিল্লার অতিরিক্ত অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), রাজন কুমার দাসসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ১ এপ্রিল ২০২৩

Share