কুমিল্লায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী ও জনকল্যাণ মূলক সংগঠন ‘বন্ধু উন্নয়ন সংস্থা’।
১৮ জানুয়ারি বুধবার দুপুরে কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার মোহাম্মদপুরে সংগঠনটির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়। এউপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, টেলিভিশন এন্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি এবং প্রিয়ন্তীর সিইও মনোয়ার হোসেন পাঠান।
বন্ধু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এম এ ওয়াদুদ এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মোঃ বাবুল হোসেন রাজু, এলাহাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ নূরুল আমীন, দেবীদ্বার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার।
আলোচনা শেষে ৫ শত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিরা।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ১৮ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur