কুমিল্লায় ১৩৯ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
কুমিল্লায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলে ব্যস্ত প্রার্থীরা। সেই সাথে মাঠে বাড়ছে নির্বাচনী তৎপরতা। রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ৩ প্রার্থী এবং উপজেলা ভিত্তিক সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ১৯ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে কুমিল্লার ১১টি সংসদীয় আসন থেকে মোট ১৩৯ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
একই দিনে মনোনয়নপত্র দাখিলের কার্যক্রমও শুরু হয়েছে। জামায়াতের দুই প্রার্থীসহ মোট ৫ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ পর্যন্ত কুমিল্লার ১১টি সংসদীয় আসন থেকে মোট ১৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। দলটির ১১টি আসন থেকে মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া জামায়াতের ১২ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রবিবার মনোনয়নপত্র দাখিল করেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, জাতীয় পার্টির সাবেক এমপি নুরুল ইসলাম মিলন, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে জামায়াত সমর্থিত প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী গোলাম মোস্তফা। এর আগে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন মোস্তফা সাজ্জাদ হোসেন।
এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ৩ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন, কুমিল্লা-৫ আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী জোবায়ের আহমেদ ভূঁইয়া, কুমিল্লা-৬ আসন থেকে মিয়া মোহাম্মদ তৌফিক, এবং কুমিল্লা-৬ আসনে বাসদের প্রার্থী কামরুন নাহার সাথী।
কোন দলের কত প্রার্থী:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৩১টি,বাংলাদেশ জামায়েত ইসলামী ১২টি,ইসলামী আন্দোলন বাংলাদেশ ৮টি,
খেলাফত মজলিশ ৬টি,বাংলাদেশ খেলাফত মজলিস ৭টি, এনসিপি ২টি,বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ১টি,লিবারেল ডেমোক্রেটিক পার্টি ১ টি,বাংলাদেশ রিপাবলিকান পার্টি১ টি,গণঅধিকার পরিষদ (জিওপি) ৫টি,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ১ টি,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট৩ টি,বাংলাদেশ কংগ্রেস১ টি,গণফ্রন্ট২ টি,এনপিপি১ টি,জেএসডি৪ টি,জাতীয় পার্টি৭ টি,
বাসদ১ টি,আমজনতার দল১ টি,ন্যাশনাল ডেমোক্রেট মুভমেন্ট ১ টি,বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ১ টি,এবি পার্টি ৪ টি,
বিএসপি ১ টি.বিএনএফ ১ টি,বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)৪ টি,বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ১ টি,
বাংলাদেশ মুসলিম লীগ ২টি,বৃহত্তর সুন্নি জোট ১ টি,ইনসিয়াত বিপ্লব বাংলাদেশ ৪ টি,ইসলামী ঐক্যজোট ১টি,স্বতন্ত্র ২৩টি।