কুমিল্লায় প্রবাসী আকবর হোসেন হত্যা মামলায় ৫ আসামীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বেলা ১১ টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাসিরন জাহান এ দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলো লিপি আক্তার, রহমত উল্লাহ রনি, কামাল হোসেন, তাজুল ইসলাম ও সজিব। তারা সবাই নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামের বাসিন্দা।
সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে আমেরিকা ফেরত আকবর হোসেন বাবুল হত্যাকান্ডের শিকার হন। এ হত্যাকান্ডের মূল হোতা নিহতের ছোট ভাইয়ের স্ত্রী লিপি আক্তার। অন্যরা এই হত্যাকাণ্ডের সহযোগী।
রায়ের সময় লিপি আক্তার ও সজিব পলাতক ছিলেন। বাকি তিন আসামির সামনেই রায় পড়ে শোনান বিচারক।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদ হোসেন।
মামলাসূত্রে জানা যায়, ২০১৭ সালের ১ আগস্ট নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ এলাকায় একটি ডোবা থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে জানা যায়, উদ্ধার মরদেহ নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার উলু পাড়া গ্রামের বাসিন্দা আমেরিকা ফেরত আকবর হোসেন বাবুলের।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছবি দেখে মরদেহ সনাক্ত করেন তার স্ত্রী ফাতেমা বেগম।
এ ঘটনায় কুমিল্লার লাকসাম থানার উপ-পরিদর্শক শেখ মিল্টন রহমান বাদী হয়ে ৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় ১৬ জন সাক্ষী স্বাক্ষ্য প্রদান করেন। আসামীদের মধ্যে তাজুল ইসলাম রুবেল ছাড়া বাকি ৪ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ৬ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur