কুমিল্লায় প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে ৭৪৫ পরিবার: ডিসি

ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান কর্মসূচীর আওতায় কুমিল্লা জেলার ১৭টি উপজেলায় আরও ৭৪৫ পরিবারকে ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৭ আগস্ট) বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় এ তথ্য জানান কুমিল্লার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ খন্দকার মু. মুশফিকুর রহমান।

তিনি জানান, ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ স্লোগান সামনে রেখে কুমিল্লা জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) গৃহ ও জমি দেওয়া হবে। 

অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, আগামী ৯ আগস্ট ৭৪৫টি একক গৃহ উদ্বোধন করা হবে। এর মধ্যে আদর্শ সদরে ৪০টি, সদর দক্ষিণে ১১০টি, বরুড়ায় ৩২টি, দাউদকান্দিতে ৯০টি, মেঘনায় ৬৯টি, তিতাসে ৭৯টি, হোমনায় ৩৩টি, মুরাদনগরে ১৭০টি, দেবিদ্বারে ১০০টি ও বুড়িচং উপজেলায় ২২টি রয়েছে।

তিনি আরও বলেন, জেলার ১৭টি উপজেলার সর্বশেষ যাচাই-বাছাইকৃত মোট ভূমিহীন-গৃহহীন ৫ হাজার ৭৫৮টি পরিবার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় আনা হয়েছে। এ ছাড়া ৪ হাজার ৭২৬টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ছয়টি উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। বাদবাকি উপজেলাগুলো নিয়েও কাজ চলছে। 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশসাক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খানসহ জেলা প্রশাসনের অন্যান্য করামকর্তাবৃন্দ এবং বিভিন্নভ প্রিন্ট ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ০৭ আগস্ট ২০২৩

Share