উত্তরায় অগ্নিকান্ড: কুমিল্লায় নিহত তিন জনের দাফন সম্পন্ন

রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ঘটনায় নিহতদের মধ্যে তিনজনের বাড়ী কুমিল্লায়। আজ কুমিল্লায় জানাযা শেষে তাদের মরদেহ দাফন করা হয়েছে।

আজ সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজী বাড়ী প্রাঙ্গনে নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে শুক্রবার রাতে কুমিল্লা নগরীর দারোগা বাড়ী মাজার প্রাঙ্গনে জানাযা শেষে নগরীর নানুয়াদিঘীর বাসভবনে মরদেহ গুলো রাখা হয়।

এদিকে সকালে তিনটি মরদেহ গ্রামে নিয়ে আসা হলে এলাকায় শোকের মাতম সৃষ্টি হয় । আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশীসহ এলাকাবাসী নিহতদের এক নজর দেখার জন্য কাজী বাড়িতে ছুটে আসেন।

জানাজার নামাজে এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন।

নিহতরা হলেন- কাজী ফজলে রাব্বী, তার স্ত্রী আফরোজা বেগম সুবর্ণা এবং তাদের সন্তান কাজী ফায়াজ রিশান। তারা রাজধানীর উত্তরা অগ্নিকান্ডে মর্মান্তিকভাবে নিহত হয়।

ঢাকায় জানাজা শেষে মরদেহ রাতেই কুমিল্লায় নানুয়ার দিঘীরপাড়ের বাসায় আনা হয়।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ১৭ জানুয়ারী ২০২৬