কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ফাহমিদা আজিম কাকলী নামে এক চিকিৎসক মৃত্যুবরণ করেছেন। কাকলী কুমিল্লার একজন বিশিষ্ট গাইনি চিকিৎসক ছিলেন। রোববার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বড় ভাই মনজুরুল আজীম পলাশ ডা. কাকলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. ফাহমিদা আজিম কাকলী কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। এ ছাড়া তিনি নগর মাতৃসদন কুমিল্লার কনসালটেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ডা. কাকলী কয়েক দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। এতে তার কিডনি ও লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অবস্থার অবনতি হলে শনিবার (২২ নভেম্বর) তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে রক্তচাপ হঠাৎ কমে গেলে আইসিইউ থেকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়। রাতভর চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা চালানো হলেও রোববার সকালে তার মৃত্যু হয়।
কাকলীর ভাই পলাশ জানান, তার লাশ আপাতত হিমঘরে রাখা হবে। কানাডায় অবস্থানরত তার একমাত্র মেয়ে তূর্ণা দেশে ফিরলে জানাজা ও দাফন সম্পন্ন হবে।
সংস্কৃতিমনা ডা. কাকলীর অকাল মৃত্যুতে কুমিল্লার সংস্কৃতি অঙ্গণ, চিকিসাঅঙ্গণ সহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
২৪ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur