কুমিল্লায় জুলাই পুণর্জাগরনে অনুষ্ঠানমালা
কুমিল্লায় জুলাই পুণর্জাগরনে অনুষ্ঠানমালার অংশ হিসেবে জেলা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।
সোমবার (২৮ জুলাই) সকাল ১০ টায় কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের হল রোমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা.আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ড্যাবের সভাপতি ডা.এম এম হাসান, কুমিল্লা মহানগর ড্যাব সভাপতি ডাঃ এস এম তৌহিদুর রহমান, কুমিল্লা বি পি এম পি সভাপতি ডাঃ আবু তাহের মহিত, কুমিল্লা এন ভি এফ সভাপতি ডাঃ জহিরুদ্দিন মোঃ বাবর সহ অন্যান্য অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।
কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতায় ও কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় কর্তৃক আয়োজনে পুনজাগরন অনুষ্ঠানমালা ২০২৫ উপলক্ষে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। রক্তদাতাদের ডাটাবেস তৈরি এসময় মেডিকেল ক্যাম্প এর প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ২৮ জুলাই ২০২৫