কুমিল্লার তিতাসে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাজী নবী হোসেন (৬৪) কে কুপিয়ে ও গলা কেটে হত্যার দায়ে আপন
ভাতিজা আব্দুল আউয়ালকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।
মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারী দুপুরে কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোঃ
জাহাঙ্গীর হোসেন রায় দেন। মামলার রাষ্ট্রপক্ষের কৌশলী অতিরিক্ত পিপি মোঃ মজিবুর রহমান বাহার বিষয়টি
নিশ্চিত করেন।
দন্ডপ্রাপ্ত আসামি মোঃ আব্দুল আউয়াল হলেন- নিহতের ভাতিজা কুমিল্লার তিতাস উপজেলাধীন জগতপুর
ইউনিয়নের কৈয়ারপাড় গ্রামের মৃত আঃ রব এর ছেলে।
মামলার বিবরণে জানাযায়- ২০২০ সালের ২৯ জানুয়ারি তিতাস থানার এক মামলায় আঃ আউয়ালকে তিতাস থানা
পুলিশ গ্রেপ্তার করে। পুলিশে ধরিয়ে দেওয়ার বিষয়ে চাচা নবী হোসেনকে সন্দেহ করে তার উপর ক্ষিপ্ত হয়। পরে
জামিনে বের হয়ে ২০২০ সালের ২৪ মে পূর্ব পরিকল্পিতভাবে নবী হোসেন (৬৪) কে ধারালো অস্ত্রদ্বারা কুপিয়ে
ও গলা কেটে হত্যা করে।
এ ঘটনায় ঐদিন-ই কুমিল্লা তিতাস উপজেলার কৈয়ারপাড় গ্রামের নিহত নবী হোসেন এর ছেলে রাসেল (২৬) বাদী
হয়ে আপন জেঠাতো ভাই আঃ আউয়ালসহ অজ্ঞাতনামা দুজনকে আসামি করে মামলা করেন।
মামলার রাষ্ট্রপক্ষের কৌশলী অতিরিক্ত পিপি মোঃ মজিবুর রহমান বাহার বলেন, রাষ্ট্রপক্ষের ১১জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ২৮ ফেব্রুয়ারি ২০২৪