কুমিল্লায় খেলা দেখতে যাওয়ার পথে প্রাণ হারালো ৪ জন, আহত ৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় কাভার্ডভ্যানের চাপায় পিকআপভ্যানের চালকসহ ৪ জন নিহত হয়েছেন । কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: আজিজুর রহমান সিদ্দিকী দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো, শাহ আলমের ছেলে সাকিব(১৫), মোহন মিয়ার ছেলে সৈকত(১৬), আলী আহমেদের ছেলে মোরশেদ আলম( ২৪) এবং ভুতা মিয়ার ছেলে ফয়সাল
(২১)। তারা সবাই সদর দক্ষিণ এলাকার বাসিন্দা।

এ ঘটনায় আহত হয়েছে আরো ৯জন। আহত দুজনের অবস্থা আশংকাজনক। আহতরা সদর দক্ষিণ উপজেলার যুগপুর এলাকার বাসিন্দা।

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ এবং সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, রোববার বিকেল ৪টায় কুমিল্লার সদর দক্ষিন উপজেলার লালবাগ ঢাকা-চট্রগ্রাম লেনে একটি ছোট খোলা পিকআপে করে ১৬ জন কিশোর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ফুটবল খেলার উদ্দেশ্যে উপজেলা পরিষদ মাঠের যাচ্ছিল। পথিমধ্যে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল, ১১ জুন ২০২৩

Share