কুমিল্লায় ৫শ’বার কোরআন খতম ও দোয়া
কুমিল্লার মুরাদনগরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ৫শত বার পবিত্র কোরআন খতম শেষে আয়োজিত সমাবেশে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছ। বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ মুরাদনগর আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও স্থানীয় বিএনপির পক্ষ থেকে এই কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়।
এ উপলক্ষে মুরাদনগরের পীর কাশিমপুরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্জ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
এসময় কায়কোবাদ বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমরা আশা করি, তিনি সহিহ-সালামতে বাংলাদেশে পৌঁছাবেন। আল্লাহর কাছে সেই চাওয়া।
শনিবার বিকেলে মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর রাইছাতুন নেছা উচ্চবিদ্যালয় মাঠে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, ওনার (খালেদা জিয়া) স্বামীকে হত্যা করা হয়েছে, সন্তানকে হত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে। ওনাকে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে। তিনি কোনো আপস করেন নাই। আল্লাহ তাকে মুক্ত করেছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। তার জন্য সারা মুরাদনগরে পাঁচশর অধিক কোরআন খতম হয়েছে। ওনার আল্লাহর রহমতে বেঁচে থাকার দরকার। ওনার বিকল্প নেই।
জামায়াতের প্রার্থীকে উদ্দেশ্য করে তিনি বলেন, কোরআনের শাসন কায়েম করার আগে নিজেদের মধ্যে আগে প্রয়োগ করতে হয়। তিনি পাঁচ বছর ভাইস চেয়ারম্যান ছিলেন, কিছুই করেননি মুরাদনগরবাসীর জন্য। একটি টিউবওয়েল করেননি, স্কুল-মাদ্রাসা করেননি। ওনার বিষয়ে আপনারাই সিদ্ধান্ত নেবেন।
তিনি বলেন, আমাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছিল। একটা সিগনেচার দিতে হয়নি, আদালতে যেতে হয়নি, আল্লাহ আমাকে মুক্তি দিয়েছেন।
মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আখতারুজ্জামান ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
০৭ ডিসেম্বর ২০২৫