আজ বুধবার বিকেলে কুমিল্লায় রোডমার্চ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর থেকে দুপুরে রওয়ানা হয়ে বিকেল কুমিল্লা আসবেন দলটির নেতাকর্মীরা।
কুমিল্লায় কর্মসূচির শুরুতেই বিকেল ৪টায় পদুয়ার বাজার নূরহাজান হোটেলে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ, বিকেল ৫টায় শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত। পরে টমসম ব্রিজ থেকে পদযাত্রা শুরু করে নগরীর টাউনহল মাঠে এসে সমাবেশ করবে তারা।
এদিকে টাউনহল মাঠের সমাবেশ উপলক্ষে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে নগরীর বিভিন্ন সড়ক ও সমাবেশস্থল।
সমাবেশ শেষে নগরীর রাজগঞ্জ, মোগলটুলি ফৌজদারী এলাকা, পুলিশ লাইন্স থেকে শাসনগাছা হয়ে কুমিল্লার পদযাত্রা শেষ করে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাত্রা করার কথা রয়েছে।
তবে, উত্তরার দুর্ঘটনায় নিহত ও আহত স্মরণে আজকের পদযাত্রাটি শোক মিছিল রূপে পালন করা হবে বলেও জানানো হয়েছে এনসিপির পক্ষ থেকে। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ এতথ্য জানান।
এই কর্মসূচিতে অংশ নেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ আরও অনেকে উপস্থিত থাকবেন।
কুমিল্লার কর্মূসূচির সময়সূচি:
বিকাল ৪:০০- পদুয়ার বাজার নূরহাজান হোটেলে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ
বিকাল ৫:০০ – শহীদ মাসুমের কবর জিয়ারত
বিকাল ৫:৩০ – টমসম ব্রীজ থেকে শোক মিছিল শুরু
সন্ধ্যা ৬:৩০ – টাউন হল মাঠে সভা
সন্ধ্যা ৭:০০ – ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ২৩ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur