কুমিল্লায় অগ্নি-সন্ত্রাসের প্রতিবাদ, হরতাল বিরোধী সমাবেশ ও মিছিল

কুমিল্লা নগরীসহ বিভিন্ন উপজেলায় অগ্নি-সন্ত্রাসের প্রতিবাদে ও হরতাল বিরোধী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা নগরীতে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা সদর আসনের এমপি হাজী আ.ক.ম. বাহাউদ্দিন বাহার। মিছিলটি কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় কান্দিরপাড়ে এসে শেষ হয়। পরে কান্দির পাড়ে অনুষ্ঠিত হরতাল বিরোধী সমাবেশে বক্তব্য রাখেন তিনি। এসময় তিনি বলেন, কুমিল্লা শিন্তির শহর এখানে কেউ মিছিলের নামে নৈরাজ্য করলে তা বরদস্ত করা হবে না।

এসময় বক্তব্য দেন কুমিল্লা সিটি মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত, মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সৈয়দ নুরুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলু, চিত্ত রঞ্জন ভৌমিক, মহানগর আওয়ামী লীগের সদস্য ও আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, মহানগর যুবলীগের আহবায়ক আব্দুল্লা আল মাহমুদ সহিদ, কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি সানাউল হকসহ অন্যরা।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ২৯ অক্টোবর ২০২৩

Share