সারাদেশ

কুবিতে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ : বিশ্ববিদ্যালয় আইনশৃঙ্খলা

চাঁদপুর টাইমস, কুমিল্লা করেসপন্ডেন্ট:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের গ্রুপের সংঘর্ষের ঘটনায় রোববার বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। কুবি’র রেজিস্ট্রার প্রফেসর মুজিবুর রহমান মজুমদার মোবাইল ফোনে বৈঠকের কথা জানান।

শুক্রবার রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের গ্র“পের সংঘর্ষে এক গুলিবিদ্ধ হয়েছেন। এঘটনায় আরো কয়েকজন আহত হয়।
শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রলীগ কুবি শাখার মাসুম ও ইলিয়াস সমর্থিত দু’গ্র“পে এ সংঘর্ষ বাধে। এসময় ছাত্রলীগ কর্মী মেজবাহ, মাসুদুর রহমান, তানভীর, আজাদ ও সোহেলসহ অন্তত: ৬জন আহত হয়েছেন। এদের মধ্যে গুলিবিদ্ধ একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রলীগ কুবি শাখার মাসুম ও ইলিয়াস গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে উভয় গ্র“পে সংঘর্ষ শুরু হয়। এ সময় ছাত্রলীগ নিয়ন্ত্রিত কুবি’র কাজী নজরুল ইসলাম হলের নেতা-কর্মীদের সঙ্গে বঙ্গবন্ধু ও ধীরেন্দ্রনাথ দত্ত হলের নেতা-কর্মীদের সংঘর্ষ বাধে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় গ্রপের দুইজন গুলিবিদ্ধসহ ছয় নেতাকর্মী আহত হন।

তবে উভয় গ্রুপের কেউ গুলিবর্ষণের দায়িত্ব স্বীকার করেনি।

Share