ভারতের মহামান্য রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জির সাথে সাক্ষাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় নেতা মিজানুর রহমান চৌধুরীর সন্তান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আমান উল্লাহ মিজান রাজু চৌধুরী।
সোমবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি ভবনে যান এবং সে দেশের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এসময় রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্ব,দু’দেশের রাজনীতি,বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং তাঁর রাজনৈতিক বন্ধু মরহুম মিজানুর রহমান চৌধুরী প্রসঙ্গে স্মৃতিচারন করেন।
আমান উল্লাহ মিজান(রাজু) চৌধুরী ভারত সরকারের আমন্ত্রণে ছয় দেশের বাণিজ্যিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠকে যোগ দিতে নয়াদিল্লীতে যান।মঙ্গলবার (৯ অক্টোবর) নয়াদিল্লীতে সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধি হিসেবে তিনি সেই বৈঠকে অংশগ্রহন করেন।
বৈঠকে ব্রাজিল,রাশিয়া,ইন্ডিয়া,চীন,দঃ আফ্রিকার মধ্যকার ৫০ বিলিয়ন ডলারের বাণিজ্যিক চুক্তি সম্পাদন হয়। এই বৈঠকে বাংলাদেশের পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র বিষয়ে কথা বলেন রাজু চৌধুরী।
পরে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব দিনেশ পাটনাইকের সাথে বৈঠক করেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম