মুন্সীগঞ্জ সদরের পৌরসভায় কুকুর ও বিড়ালের একত্রিত হামলায় নারী-শিশুসহ ১৯ জন আহত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছে- আয়েশা (২২), আবিদ হোসেন (১৮), শান্ত শেখ (২০), সাকিব (১৭), জাহাঙ্গীর (২১), কাউসার (৪), সালমা (৬০), রাজু (২৩), ওমর ফারুক (সাড়ে ৪), সোনিয়া (২২), শাকিল হাসান (১০), হাসান (১৯), হাসান (১৯), সাদিয়া (৭), মিজান (৩৫), সেরু মৃধা (৫০), সিদ্দিক শেখ (৫০) এবং বিড়ালের কামড়ে আহত হয়েছেন লিপি (৩৫) ও পাপিয়া (৩৮)।
স্থানীয়রা জানায়, পৌরসভাধীন বিভিন্ন এলাকার একাধিক কুকুর ও বিড়াল একত্রিত হয়ে স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা করে। পরে যুবকরা একত্রিত হয়ে ধাওয়া দিলে কুকুর ও বিড়ালগুলো পালিয়ে যায়।
মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব জানান, পাগলা কুকুর মারা বন্ধে হাইকোর্ট থেকে নির্দেশ রয়েছে। যারা কুকুরের কামড়ে আহত হয়েছে তাদের জন্য পৌরসভার কার্যালয়ে ভ্যাকসিন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক শৈবাল বশাক জানান, পৌরসভার বিভিন্ন এলাকায় কুকুর ও বিড়ালের কামড়ে ১৯ জন আহত হয়। বেলা বাড়ার সঙ্গে আহতরা হাসপাতালে আসতে শুরু করে। তাদেরকে ভ্যাকসিন দেয়া হয়েছে।
(জুম বাংলা)
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫৫ এ.এম, ১৫ ফেব্রুয়ারি২০১৮, বৃহস্পতিবার।
এএস.
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur