বাড়িতে বা আশেপাশে কুকুর বা বিড়াল কাঁদলে এখনও প্রবীণ মানুষের মুখে বলতে শোনা যায়, ওই লক্ষ্মী ছাড়াকে এখনই তাড়া। নিশ্চয়ই কোনও অমঙ্গলের বার্তা নিয়ে আসছে এই কান্না। কিন্তু এটা কি সত্যিই কুসংস্কার না বিজ্ঞান। কিন্তু অনেকে বলছেন এটা কুসংস্কার নয়। এর পিছনে রয়েছে বিজ্ঞান।

বিজ্ঞান বলছে, কুকুর-বিড়ালদের মধ্যে সেন্সটা অনেক বেশি। তাই কোনও প্রাকৃতিক বিপর্যয় আগে আবহাওয়া এবং তার পরিমণ্ডলের যে পরিবর্তন হয় তা বুঝতে পারে এই শ্রেণির কুকুর-বিড়াল। আর তাই আতঙ্কে কান্না শুরু করে দেয়। সুতরাং, বিষয়টির মধ্যে শুধুই কুসংস্কার আছে তা মোটেই নয়। রয়েছে বিজ্ঞানও।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur