কুকুরের লেজ বাঁকা থাকার কারণ!

কথায় কথায় বলা হয় কুকুরের লেজ তো বাঁকাই হয়। কিন্তু সেই লেজ কেন বাঁকা হয় তা জানেন? মূলত পরস্পর গাঁথা কশেরুকায় কুকুরদের লেজ এমনভাবে গঠিত যে স্বাভাবিক অবস্থাতেই তা কিঞ্চিৎ বাঁকানো থাকে।

তাছাড়া কুকুরদের লেজের গাঁথনি অনেকটাই নমনীয়। সে কারণেই শুধু পেশি সঞ্চালনের মাধ্যমে কুকুর তার লেজ নাড়াতে পারে।

এই নমনীয়তার কারণেই কুকুরের লেজ হাত দিয়ে সোজা করে দিলেও, ছেড়ে দেয়ার পরক্ষণেই তা আবার বাঁকা হয়ে যায়। তবে দীর্ঘদিন এভাবে সোজা করে রাখলে অবশ্য কশেরুকার গঠন বদলে যাবে। সে ক্ষেত্রে লেজ সোজা হয়ে যেতে পারে।

অবশ্য কয়েকটি প্রজাতির কুকুরের লেজ সোজাই থাকে। তাও কশেরুকার গঠনের জন্যই। এমন মনে করার কোনো কারণ নেই যে, কুকুরের লেজ সোজা হয়ে যাওয়ার অর্থ তার মাথায় গোলমাল বেঁধেছে। শুধুই তার লেজের গঠন বদলেছে। কারণ অনেকেই মনে করেন কুকুর পাগল হয়ে গেলে তার লেজও সোজা হয় যায়। যার কোনো ভিত্তি নেই।

নিউজ ডেস্ক ।। আপডেট ৩:২২  পিএম,১৭ জুন ২০১৬,শুক্রবার

এইউ

Share