চাঁদপুরের মতলব উত্তর একটি পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন আহত হয়েছে। ঈদের দিন বুধবার বিকালে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ৪টি গ্রামে কুকুরটি ১২ জনকে কামড়িয়ে আহত করে।
ভুক্তভোগীরা জানান, ওই পাগলা কুকুরটি মানুষের শরীরের বিভিন্নস্থানে কামড়াচ্ছে। কুকুরটিকে ধরতে স্থানীয়রা চেষ্টা করে পাগলা কুকুরটি ধরতে পারেনি। ওই কুকুরটি কারও পায়ে, কারও হাতে, কারও পেটে আবার কারোর পিঠে অর্থাৎ যাকে যেভাবে পেয়েছে কামড়িয়েছে। কারও কারও কামড়ানোর স্থানে মাংসও উঠে গেছে।
আহতরা হলেন উত্তর রামপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম (৩৫), মাইজকান্দি গ্রামের মো. গাফফারের ছেলে শিশু আরাফাত (১), মৃত হজরত আলীর ছেলে আ. কাদের মির্জা (৫৬), মো. শাহজালালের স্ত্রী ভুলু বেগম (৬১), ওমর আলীর ছেলে মুনছুর আলী (৫৫), দক্ষিণ সরর্দারকান্দি গ্রামের মো. ইয়াকুব আলীর ছেলে রহিম (১০), উত্তর সরর্দারকান্দি গ্রামের আমির হোসেনের স্ত্রী নার্গিস বেগম (৩৫), মৃত আলী মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৫৫), আবু সাইদ বেপারীর স্ত্রী বিলকিছ (৫০), মোহাম্মদ পাটোয়ারীর ছেলে জিহাদুল (১২), হাবিবুর রহমানের ছেলে মেহেদী হাসান (৮), ছোট হলদিয়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে তানহা (৬) আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মতলব করেসপন্ডেট,২২ জুলাই ২০২১