চাঁদপুরের কচুয়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোর মশাল সামাজিক সংগঠনের আয়োজনে মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
১৯ জুন শনিবার কচুয়া পৌরসভা মিলনায়তনে এ পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ওমর ফারুক সায়েমের সভা প্রধানে ও সিনি: সহ-সভাপতি মেহেদী হাসানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্রীরামপুর মোহাম্মদীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি নাছির উদ্দিন প্রধান, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন বাটা, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ চন্দ্র সেন,আনোয়ার হোসেন সিকদার ও সংগঠনের উপদেষ্টা ওমর খৈয়াম বাগদাদী রুমি প্রমুখ।
এসময় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এ নোমান, প্রচার সম্পাদক বোরহান মিয়াজী, সদস্য বোরহানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কুইজ প্রতিযোগিতায় ২৬৫ জন প্রতিযোগিদের মাঝে ১ম স্থান অধিকার করেছেন রুজি আক্তার, ২য় স্থান অধিকার করেছেন সুমাইয়া নিশি ও ৩য় স্থান অধিকার করেছেন জিল্লুর রহমান ফরহাদ। পরে বিভিন্ন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
প্রতিবেদকঃজিসান আহমেদ নান্নু,১৯ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur