নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে সংগঠনের উপদেষ্টা প্রয়াত হিমু সেন চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর বুধবার রাতে চাঁদপুর সাহিত্য একাডেমি মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা।উত্তম কুমার দেবনাথের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. আবুল কালম সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রয়াত হিমু সেন চৌধুরীর স্ত্রী ও সপ্তরুপা নৃত্য শিক্ষালয়ের অধ্যক্ষ অনিমা সেন চৌধুরী, সাংবাদিক শেখ মহসিন, আশিক খান, নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি আয়েশা আক্তার শ্যামলী, ইয়াকুব বিন সায়েদ লিটন, সাধারণ সম্পাদক মানসুরা আক্তার কাজল।
বক্তারা বলেন যে দেশে গুণী মানুষের কদর থাকেনা সে দেশে গুণী মানুষের জন্ম হয় না। আমরা আজ আমাদের গুণী মানুষদের স্মরণ করতে ভুলে যাচ্ছি। এটি সমাজের জন্য একটি অশনি সংকেত। প্রয়াত হিমু সেন চৌধুরী একজন সাংস্কৃতিক বান্ধব মানুষ ছিলেন। চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনে তার নীরব পদচারণা ছিল। তিনি অত্যন্ত সাদা মনের মানুষ ছিলেন। আজকের এই দিনে আমরা তাকে গভীর করছে। এমন আয়োজন করায় নতুন কুড়ির সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
প্রতিবেদক: আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur