চাঁদপুরের হাইমচর উপজেলার রায়ের বাজারে শিশু শিক্ষা প্রতিষ্ঠান উদয়ন শিশু একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ক্রীড়া প্রতিযোগিতার উদ্ভোধন করেন বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডার গার্টেন এসোসিয়োশনের শিক্ষা সচিব মো. ওমর ফারুক।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে দুপুর ১২টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উদয়ন শিশু একাডেমির অধ্যক্ষ ও পরিচালক মো. কামাল উদ্দিন ভূঁইয়া সেলিমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক এসএম ফয়সালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা শিক্ষা অফিসার মো.ইলিয়াছ হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডার গার্টেন এসোসিয়োশনের হাইমচর উপজেলা সভাপতি মো.ফজলুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মো.নাজমুল হাসান দুলাল, বিদ্যালয়ের শিক্ষক মো.নজরুল ইসলাম প্রমুখ।
বক্তব্য শেষে প্রধান অতিথি বিভিন্ন ইভেন্টে বিজয়ী ক্ষুদে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এছাড়া উপজেলার খুদিয়া বাজাপ্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফারুক গাজির সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শ্রী লক্ষণ চন্দ্র সরকারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো.আনিছুর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো ইলিয়াছ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলগী ইউপি চেয়ারম্যান মনির আহমেদ দুলাল পাটওয়ারী, উপজেলা যুবলীগ সভাপতি মো. আতিকুর রহমান পাটওয়ারী, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ মো. আবু জাফর, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, সাবেক সভাপতি মো. তোহা মিয়া আখন, বিশিস্ট ব্যবসায়ী মো. গনি মিয়া ছৈয়াল।
বক্তব্য শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিএম ইসমাইল
: আপডেট, বাংলাদেশ সময় ৭: ০০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ