Home / চাঁদপুর / অ্যাড. তোফায়েল আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন
অ্যাড. তোফায়েল আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন

অ্যাড. তোফায়েল আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, সাবেক পিপি ও মুক্তিযোদ্ধের বিজয় মেলার সাবেক মহাসচিব অ্যাড. তোফায়েল আহমেদের দু’দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০ টায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। প্রথম জানাজায় মরহুম তোফায়েল আহমেদের জীবন বৃত্তান্ত আলোচনা করেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী, পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সাবেক সহ-সভাপতি আলহাজ ইউসুফ গাজী, সদর থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল।

দ্বিতীয় জানাজার পূর্বে বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী অ্যাড. রুহল আমিন, অ্যাড. ফজলুল হক সরকার। জানাযাপূর্ব সংক্ষিপ্ত সভা পরিচালনা করেন মুক্তিযোদ্ধের বিজয় মেলা চেয়ারম্যান অ্যাড. জহিরুল ইসলাম ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া।

পৃথক নামাজে জানাযার ইমামতি করেন চিশতীয়া জামে মসজিদের পেশ ঈমাম মাও. মো. ত্বোহা ও চেয়ারম্যান ঘাট জামে মসজিদের সহকারী ঈমাম হাফেজ মাও. আতিক উল্লাহ।

জানাজায় উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ মো. সালাউদ্দিন আহমেদ, শিশু ও নারী নির্যাতন (জেলা জজ) মো. সেলিম মিয়া, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতাউর রহমান, সাব জজ-১ মোরশেদ আলম, সাব জজ-২ মোস্তফা শাহরিয়ার খান, সিনিয়র সহকারী জজ মাহমুদুল ইসলাম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কফিলউদ্দিন,প্রশাসনিক কর্মকতা মাহবুবুল আলম,জেলা নাজির আব্দুল্লাহিল কাফি,নায়েবে নাজির গাফফার খান নাদিম,জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ ইকবাল বিন বাশার,অ্যাডঃ সেলিম আকবর,অ্যাডঃ আহসান হাবিব, পিপি অ্যাড. আমান উল্লাহ,জিপি অ্যাড. রুহুল আমিন সরকার, অ্যাড, শহীদ উল্লাহ কায়সার, অ্যাড. ইকবাল বিন বাশার, অ্যাড. জমিস উদ্দিন পাটওয়ারী, অ্যাড. সলিম উল্লাহ সেলিম, অ্যাড. সাইফুদ্দিন বাবু, অ্যাড. আহসান হাবিব, অ্যাড. বদিউজ্জামান কিরণ, অ্যাড. আমির উদ্দিন ভূঁইয়া মন্টু, অ্যাড. মামুনুর রহমান, অ্যাড. জহির উদ্দিন বাবর, অ্যাড. দেবাষিশ কর মধু, অ্যাড. জাহিদুল ইসলাম রোমানসহ আইনজী সমিতির সকল সদস্যবৃন্দ।

জানাজা শেষে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের দেবপুর পাঁচবাড়িয়া গ্রামের বাড়ির পারিবারিক করবস্থানে দাপন করা হয়।

এদিকে অ্যাড. মো. তোফায়েল আহমদের মৃত্যুতে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির শোক সভা ও ফুল কোর্ট রেফারেন্স কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে শোক সভা অনুষ্ঠিত হয়।

আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. শহীদ উল্লাহ কায়সারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় তা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই মরহুম মোফায়েল আহমেদের জীবন বৃত্তান্ত পাঠ করেন সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া।
বক্তব্য রাখেন অ্যাড. রুহুল আমিন, আলহাজ¦ মো. ফজলুল হক সরকার, অ্যাড. কামরুল ইসলাম, অ্যাড. আল. নাছির উদ্দিন চৌধুরী, অ্যাড. মো. আমান উল্যাহ পিপি, অ্যাড. মো. দুলাল মিয়া পাটওয়ারী, অ্যাড. আল. সলিম উল্যা সেলিম, অ্যাড. আল. মো. জাহাঙ্গির আলম, অ্যাড. মো. রুহুল আমিন সরকার, অ্যাড. সেলিম আকবর, অ্যাড. মো. আ. লতিফ শেখ, অ্যাড. মো. আহসান হাবিব, অ্যাড. মো. শরীফ মাহমুদ ফেরদৌসী, অ্যাড. মো. মোবারক হোসেন, অ্যাড. মো. বাবর বেপারী, অ্যাড. দেবাশীষ কর মধু, অ্যাড. আলহাজ¦ কাজী আবদুল গফুর, অ্যাড. শাহ আলম, অ্যাড. আবুল খায়ের খান, অ্যাড. জাকির হোসেন ফয়সাল, অ্যাড মোরশেদ আলম তালুকদার, অ্যাড. মো. তাফাজ্জল হোসেন মিয়া।

বক্তরা বলেন, অ্যাড. তোয়েল আহমদ ১৯৫৭ সালের ১মার্চ চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের দেবপুর পাঁচবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম সৈয়দ আহমেদ। তিনি বি এ (অনার্স) এম এ এল এল বি পাশ করার পর ১৯৮৯ সালের ৩ এপ্রিল বাংলাদেশ বার কাউন্সিলের এন্ডরোলমেন্টের অন্তভূক্ত হন। একই বছর ১৮ এপ্রিল তিনি চাঁদপুর জেলা আইজীবী সমিতিতে যোগ দান করেন। তিনি এক সময়ে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছিলেন। শুধু রাজনীতি নয় তিনি সামাজিক প্রতিষ্ঠানের সাথেও সম্পৃক্ত ছিলেন। বঙ্গবন্ধু পরিষদ বিশ^বিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ছাত্র প্রতিনিধি ছিলেন। চাঁদপুরে কোর্টে এক সময়ে পাবলিক প্রসিকিউটের দায়িত্ব পালন করেছেন। তিনি এক সময়ে বাংলাদেশ আওয়ামীলীগ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। ব্যাক্তি জীবনে তিনি বিবাহিত ও দু’কন্যার জনক।

বক্তরা আরো বলেন, অ্যাড, তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। যতদিন আইনজীবী পেশায় ছিলেন তিনি সুনামের সাথে মামলা পরিচালনা করে গেছেন। সব সময় তিনি হাসি-খুশিভাবে আইনজীবী সমিতিতে বিচরণ করেছেন।

প্রতিবেদক- বাদল মজুমদার
: আপডেট, বাংলাদেশ সময় ৪: ৩০ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply