মাদক, কিশোর গ্যাং ও নারী নির্যাতন নির্মূলে পুরান বাজার পুলিশ ফাঁড়ি এলাকায় আইনশৃঙ্খলা ও বিট পলিশিং কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পুরান বাজার পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় পুলিশ ফাঁড়ির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসিম উদ্দিন, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদ, ওসি (ইন্টেলিজেন্স) মনির আহমেদ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধাগোবিন্দ গোফ, চেম্বার অব কমার্সের পরিচালক গোপাল চন্দ্র সাহা, চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান ঢালী।
মডেল থানার অফিসার ইনচার্জ নাসিম উদ্দিন তার বক্তব্যে বলেন, মাদক কিশোর গ্যাং ও নারী নির্যাতন নির্মূলে আমরা জিরো টলারেন্সে রয়েছি। যেখানেই এ ধরনের অপরাধ সংঘটিত হয়, সাথে সাথে আপনারা পুলিশকে ইনফর্ম করবেন। যত দ্রুত সম্ভব আমরা ব্যবস্থা নেব। এ ধরনের অপরাধ নির্মূলে ছোট ছোট ছেলে মেয়েদের ব্যাপারে অভিভাবকদের সচেতন হতে হবে।
তিনি বলেন, চাঁদপুরে পুরান বাজারের একটি ঐতিহ্য রয়েছে। এখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে মাদকের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। সকলে ঐক্যবদ্ধ ভাবে মাদক নির্মূলে কাজ করতে হবে। আপনারা আমাদেরকে তথ্য দিয়ে মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদেরকে ধরিয়ে দিন। আপনারা সকল ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে মাদকসেবী ও ব্যবসায়ীদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিন। আপনাদের সমাজকে ভালো রাখতে, ছেলে সন্তানদেরকে ভালো রাখতে, ও আগামী প্রজন্মকে সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে উঠতে মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, জনপ্রতিনিধিরা যদি মাদক নির্মূলের ব্যাপারে সোচ্চার হয় তাহলে স্ব-স্ব এলাকা থেকে মাদক নির্মূল করা সম্ভব।
পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কার্তিক সরকারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম।
এছাড়াও আরও বক্তব্য রাখেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজ বেপারী, সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ হাসান, আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ পাটোয়ারী, ব্যবসায়ী স্বপন দেওয়ান, সমাজসেবক মাইন উদ্দিন বেপারী, ব্যবসায়ী শাজাহান মাতব্বর, আওয়ামী লীগ নেতা শহীদ হাওলাদার, মহিলা আওয়ামী লীগ নেত্রী রওশন আরা বেগম, ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌকির আহমেদ, যুবলীগ নেতা মোবারক বেপারী, নজরুল ইসলাম, সাংবাদিক শাওন পাটোয়ারী প্রমূখ।
এছাড়া আইন শৃঙ্খলা ও বিট পুলিশিং কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় সভায় বিভিন্ন পর্যায়ের স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেট,২ ডিসেম্বর ২০২০