চাঁদপুর শহরে সিনিয়র জুনিয়র নিয়ে সংর্ঘষের ঘটনায় দুর্ধষ কিশোর গ্যাংয়ের লিডার আশিকুর রহমান (১৮)কে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
১০ মার্চ বুধবার বিকেলে চাঁদপুর মডেল থানার এসআই ফারুক শহরের কদমতলা এলাকা থেকে আশিককে আটক করতে সক্ষম হয়।
মামলার বিবরণে জানা যায়, ১ মার্চ সিনিয়র ও জুনিয়র নিয়ে বিকেল ৫টার দিকে শহরে মুখার্জি ঘাট এলাকায় আল আমিন একাডেমি স্কুলের সামনে সিনিয়র জুনিয়র নিয়ে কথা কাটির সময়ে কিশোর গ্যাংয়ের লিডার আশিকুর রহমানসহ আরো ৮/১০ জন মিলে শহরের মমিনপাড়া এলাকার আব্দুর রহমান (১৭)কে প্রথমে বেদম প্রহার করে আহত করার পর ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে।
পরবর্তীতে এ হামলা ঘটনায় আহত আব্দুর রহমানের মা জাহানারা বেগম ৪ মার্চ বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় কিশোর গ্যাং লিডার আশিকুর রহমানহ আরো ৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলা নং ৭, তারিখ ০৪/০৩/২১।
আরও পড়ুন… চাঁদপুরে কিশোর গ্যাং ও মাদক বিরোধী অভিযানে আটক ৪৭
মামলায় অন্য আসামিরা হলো: স্ট্যান্ড রোড এলাকার মোঃ মোরসালিন (১৮), মঠখোলা এলাকার আশিক (১৯), মেথা রোড এলাকার অন্তর (১৮), আদালত পাড়ার এলাকার কৌশিক (১৯), বাসস্ট্যান্ড এলাকার (১৮),রহমতপুর এলাকার জাহিদ (১৯) ও চেয়ারম্যান ঘাট এলাকার সৈকত (১৯)।
প্রসঙ্গত, চাঁদপুর শহরের দিন দিন কিশোর গ্যাংয়ের কারণে সংর্ঘষ বেড়ে যাওয়ায় চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদের নেতৃত্বে ৪ মার্চ কিশোর গ্যাং বিরোধী অভিযান পরিচাুলত হয়। সেই অভিযানে শহরের বিভিন্ন এলাকা থেকে ৪৭ জন কিশোরকে আটক করে পুলিশ। আটকৃকতদের প্রত্যেককে অবিভাবকদের স্বাক্ষর রেখে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
চাঁদপুর প্রতিনিধি,১০ মার্চ ২০২১