চাঁদপুর সদর উপজেলায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কিশোর কিশোরী ক্লাব সমূহের মাঝে সাংস্কৃতিক উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ রাশেদা আক্তার।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম প্রমুখ।
এ সময় উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের শিক্ষকদের মাঝে একটি করে হারমোনিয়াম, তবলা সেট বিতরণ করেন অতিথিবৃন্দ।
প্রতিবেদক: আনোয়ারুল হক, ১২ জানুয়রি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur