চাঁদপুরসহ সারাদেশে প্রতিটি ইউনিয়নে গড়ে উঠেছে মহিলা বিষয়ক অধিদপ্তর (মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়) এর আওতাধীন কিশোর-কিশোরী ক্লাব। এ ক্লাবের সদস্য হতে পারবে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা। যাদের বয়স ১০-১৯ বছর। ২০জন ছাত্রী ও ১০জন ছাত্র নিয়ে গঠিত হয় এ ক্লাব।
ইতোমধ্যে এ ক্লাবের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ,আবৃত্তি শিক্ষাদান,সঙ্গীত শিক্ষাদান,বিতর্ক প্রতিযোগিতা,বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান,দিবস উদযাপন, ইভটিজিং, যৌতুকবিরোধী আন্দোলন, কৈশোর কালিন পুষ্টি বিষয়ক পরামর্শসহ আরো অনেক বিষয়ে তাদেরকে সচেতন করে আসছেন ক্লাবের শিক্ষকবৃন্দ। চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের ক্লাব, ষোলঘর সরকারি প্রাঃ বিদ্যালয়ে ক্লাব পরিদর্শনে আসেন মহিলা বিষয়ক অধিদপ্তর,চাঁদপুর জেলার ডিডি রাফিয়া ইকবাল।
এসময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন,নিজেদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে কিভাবে বাল্যবিবাহ প্রতিরোধ করবে, সামাজিক ব্যাধি মোকাবেলায় নিজেদের তৈরি করবে। এ সময় আরো বক্তব্য রাখেন স্বপন সরকার(ফিল্ড সুপারভাইজার, চাঁদপুর সদর)। নারী ও পুরুষ বৈষম্য দূরীকরণে সবাইকে সোচ্চার হতে হবে, তাদের ব্যক্তি স্বাধীনতা যেন কারো দ্বারা প্রভাবিত না হয় সেদিকে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন।
ক্লাস পরিচালনা করেনঃ মুহাম্মদ হোসাইন দেওয়ান (জেন্ডার প্রমোটার),সঙ্গীত শিক্ষকা নাজিলা আমিনসহ ছাত্রছাত্রীরা।
স্টাফ রিপোর্টার,১৭ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur