Home / চাঁদপুর / চাঁদপুর তরপুরচন্ডীতে মায়ের সাথে অভিমানে কিশোরের আত্মহত্যা
ahajari

চাঁদপুর তরপুরচন্ডীতে মায়ের সাথে অভিমানে কিশোরের আত্মহত্যা

চাঁদপুরে মায়ের সাথে অভিমান করে নাঈম (১৬) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে মামার বাড়ি পৌর ১৩নং ওয়ার্ড দক্ষিণ তরপুরচন্ডী কাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নাঈম সদর উপজেলা শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী এলাকার পাটওয়ারী বাড়ির মৃত আরিফ পাটওয়ারীর ছেলে। বিকেলে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মামাতো ভাই কাউছার জানায়, নাইমের পিতা মারা যাওয়ার পর তাদের পরিবার মামার বাড়িতে থাকে। সে স্যানিটারির কাজ করত। সকালে কাজে যাওয়া নিয়ে মা ও ছেলের সাথে ঝগড়া হয়। দুপুরে যে কোন সময় নাঈম ঘরের ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার এস আই (উপ-পরিদর্শক) জাফর জানায়, ময়না তদন্তের জন্য লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ১১:০০ পিএম, ১২ ডিসেম্বর ২০১৭, মঙ্গলবার
ডিএইচ