চাঁদপুরের ফরিদগঞ্জে ১২ বছরের এক কিশোরী ধর্ষণ শিকার হয়েছে। অভিযুক্ত বখাটে জামাল হোসেন (২৮) তিন সন্তানের জনকে অভিযোগের ৬ ঘন্টা পর আটক করেছে পুলিশ।
৮ মে শনিবার সকালে উপজেলার ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের লাড়াইচর গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটে। ধর্ষনের বিষয়ে থানায় অভিযোগ দায়ের ৬ ঘন্টার মধ্যে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, এ এস আই সিকদার হাসিবুর রহমান, আমির হোসেন, ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ওই ইউনিয়নের বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে শনিবার রাত ১০ টার সময় ধর্ষককে আটক করতে সক্ষম হয়েছে।
কিশোরীর পরিবার জানায়, ১২ বছরের কিশোরীটি সকালে ঘুম থেকে উঠে বাড়ির সামনের রাস্তায় হাঁটতে যায়। একই সময় ওই গ্রামের বখাটে তিন সন্তানের জনক জামাল হোসেন তাকে রাস্তার উপর দেখে মুখ চেপে ধরে পাশের বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন আসলে বখাটে ধর্ষক পালিয়ে যায়।
শনিবার বিকালে ওই কিশোরীর মা বাদী হয়ে ধর্ষককের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।
ধর্ষককে আটকের বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ধর্ষণের অভিযোগ পাওয়া পর আমি নিজে সশরীরে উপস্থিত হয়ে অভিযান চালিয়ে ধর্ষকে আটক করতে সক্ষম হয়েছি।
প্রতিবেদক:শিমুল হাছান,৯ মে ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur