কিশোরগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হয়েছেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভৈরব সার্কেল) নাজমুস সাকিব।
কিশোরগঞ্জ জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ সভায় কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার
মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম-সেবা ফেব্রুয়ারী-২০২৫ এর স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার (ভৈরব সার্কেল) নাজমুস সাকিবকে ক্রেস্ট প্রদান করেন।
এসময় পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহকারী পুলিশ সুপার (ভৈরব সার্কেল) নাজমুস সাকিব বলেন, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম-সেবা স্যারের সার্বিক দিক নির্দেশনায় সকল দায়িত্ব পালন করে থাকি। পুলিশ জনগনের বন্ধু এ কথার বাস্তবে রুপান্তরিত করে জনগনের বন্ধু হয়ে কাজ করে যেতে চাই। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ২৩ মার্চ ২০২৫