Home / চাঁদপুর / শরিয়তপুর থেকে হারিয়ে যাওয়া কিশোরকে পরিবারের কাছে হস্তান্তর
কিশোরকে

শরিয়তপুর থেকে হারিয়ে যাওয়া কিশোরকে পরিবারের কাছে হস্তান্তর

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারীর প্রচেষ্টায় শরিয়তপুর জেলা থেকে হারিয়ে যাওয়া রিয়াদ সরকার (১৮) নামের এক কিশোর কে ফিরে পেল তার পরিবার। 

৩০ এপ্রিল শুক্রবার বিকেলে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের মাধ্যমে মা লিলুফা বেগম ও ভাই হ্নদয় সরকার কাছে রিয়াদ সরকারকে হস্তান্তর করা হয়।

এ সময় রামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী ও চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার এস আই মোঃ রমজান হোসেন ও কিশোর রিয়াদ সরকার কে নদী থেকে উদ্ধার করা মোঃ শাহজাহান বেপারি  উপস্থিত ছিলেন।

রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী জানায়, গত ২৬ এপ্রিল ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাড়ীরচর গ্রামে নিলাম খেয়াঘাটে ডাকাতিয়া নদীতে কচুরিপানার সাথে ভাসমান অবস্থায় লুঙ্গি ও গেঞ্জি পড়া রিয়াদ সরকার কে জীবিত উদ্ধার করেন মোঃ শাহাজান বেপারী সহ বাড়ির অন্যান্য লোকজন। তবে ছেলেটি শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিল। মোঃ শাহাজান বেপারী ব্যক্তিগতভাবে নিজের ঘরে রেখে ৩/৪ দিন যাবৎ ছেলেটিকে ঔষধ সেবন ও সেবাযত্ন করে সুস্থ করে তোলেন। 

তিনি আরোও বলেন, আমি আমার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে নদীতে ভাসমান অবস্থায় একটি ছেলেকে পাওয়া গেছে পোস্ট দেই। সেই পোষ্টের আলোকে যাহারা লাইক, কমেন্টস, শেয়ার এবং নিজস্ব ফেসবুক আইডি থেকে পোস্ট করে সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। রাড়ীরচর পাটওয়ারী বাড়ির কাউছার আহম্মেদ এর কারণে রিয়াদ সরকার কে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

রিয়াদের মা লিলুফা বেগম ও ভাই হ্নদয় জানান, আমাদের বাড়ি শরিয়তপুর জেলার চরভাঙ্গা দেওয়ানকান্দি সরকার বাড়ি। রিয়াদ ২১ এপ্রিল বাড়ির পাশে খেলার সময় হারিয়ে যায়। তার মানসিক সমস্যা রয়েছে। আমরা চেয়ারম্যান সাহেব সহ সকলের কাছে কৃতজ্ঞ। কারণ তাদের কারণেই আমরা রিয়াদ কে ফিরে পেয়েছি। আমরা অনেক আনন্দিত।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট