চাঁদপুরে বৃহত্তর কুমিল্লা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা ২০১৬ (২১তম বৃত্তি পরীক্ষা) রোববার (১৮ ডিসেম্বর) সকাল থেকে দু’ভাগে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ বছর জেলা ৩৩টি কিন্ডার গার্টেনের ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণির মোট ১২শ’ ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় অংশ নেয়।
কেন্দ্র গুলো হলো-কেন্দ্র-১ চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়, কেন্দ্র-২ হাজীগঞ্জ বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় এবং কেন্দ্র-৩ হাইমচর কলেজ।
পরীক্ষা চলাকালীন সময় সদর উপজেলা গণি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন, বৃহত্তর কুমিল্লা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফেজ মাও. মো. নাছির উদ্দিন খন্দকার, সহ-কর্মকর্তা আরিফ মোর্শেদ সোহাগ, গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক ওবায়েদুর রহমান (মোহন), চাঁদপুর জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির শিক্ষা সচিব ওমর ফারুক, সাধারণ সম্পাদক সায়েদ আলী আখন্দ, সহ-সভাপতি ইতু চক্রবর্তী, মাসুমা হক, সদস্য হাবিবুর রহমান, হল সুপার অশিম কুমার শীতল, সদস্য রিয়াদ শাফায়াত হোসেন, জানাত, ফাহানা ইভা, রাণী, মো. সেলিমসহ অন্যান্য কর্মকর্তারা।
প্রসঙ্গত, বৃহত্তর কুমিল্লা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের আওতায় বি-বাড়িয়া, কমিল্লা ও চাঁদপুর জেলায় এক যোগে ২২টি কেন্দ্রে ৮হাজার ৭শ’ শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষা অংশ নেয়।
প্রতিবেদক-আশিকবিন রহিম।। আপডটে, বাংলাদশে সময় ০৫ : ৫০ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৬ রোববার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur