Home / চাঁদপুর / চাঁদপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
বৃত্তি

চাঁদপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে চাঁদপুরে ২দিনব্যাপী বৃত্তি পরীক্ষা-২০২৩ শুরু হয়েছে হয়েছে। ৩ নভেম্বর শুক্রবার সকালে সারা দেশের ন্যায় চাঁদপুর জেলার ৮ উপজেলায় একযোগে এ পরীক্ষা কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সূত্রে জানা যায়, এ বছর চাঁদপুরজেলার ৮ উপজেলায় ১০টি কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে ৬ শতাধিক কিন্ডার গার্টেনের নার্সারি থেকে ৫ম শ্রেণির প্রায় ৬ হাজার ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে।

এরমধ্যে চাঁদপুর সদর উপজেলার ১নং কেন্দ্রে ১৪২২জন, সদর উপজেলার ২নং কেন্দ্রে ২৩১জন, হাজীগঞ্জ উপজেলার ১নং কেন্দ্রে ৮৬৬জন, ২নং কেন্দ্রে ৮০১জন, ফরিদগঞ্জ উপজেলার ১নং কেন্দ্রে ৭০৩ জন, ২নং কেন্দ্রে ৬৬৭ জন, মতলব উপজেলার ১নং কেন্দ্রে ৫৯২ জন, ২নং কেন্দ্রে ৫৬৩ জন, হাইমচর উপজেলার কেন্দ্রে ৬৭১জন, শাহরাস্তি উপজেলার কেন্দ্রে ২৩২জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

বৃত্তি পরীক্ষার সার্বিক তত্বাবধানে ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, সহসভাপতি ফারুক আহমেদ বাদলসহ জেলা এবং উপজেলার সকল নেতৃবৃন্দ।

চাঁদপুর সদর উপজেলার (১নং কেন্দ্র) চাঁদপুর সরকারি কলেজ ভ্যানুর পরীক্ষা কার্যক্রমের দিকনির্দেশনায় ছিলেন ১নং কেন্দ্র কমিটির উপদেষ্টা চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গণি পাটওয়ারী, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরন দাস, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, কলেজের বাংলা বিভাগিয় প্রধান জনাব অমর চন্দ্র, চাঁদপুর আল আমিন একাডেমীর অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম, রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম, উদয়ন শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার, খ্রিষ্টিয়ান মিশন স্কুলের প্রধান শিক্ষক আইভি হিরা সরকার।

পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন ১নং কেন্দ্রের নির্বাহী ও পরীক্ষা কমিটির প্রধান নির্বাহী জেলা কমিটির সহ-সভাপতি পীরজাদা আল্লামা মাহফুজ উল্যাহ খান ইউসূফী, ডেপুটি নির্বাহী লায়ন গোলাম হোসেন টিটো, কেন্দ্র সচিব জনাব মৃনাল কান্তি দাস, সহকারী কেন্দ্র সচিব জনাব মো. কামাল হোসেন, হল সুপার কবিতা সাহা, সহকারী হল সুপার কাওছার পাটোয়ারী, আবুল কালাম আজাদ, আব্দুল হামিদ মিজিসহ সকল সমন্বয়কারীবৃন্দ।

চাঁদপুর সদর উপজেলা ২নং কেন্দ্রের (বহরিয়া উচ্চ বিদ্যালয় ভ্যানু) পরীক্ষা কার্যক্রমের দিকনির্দেশনায় ছিলেন, ২নং কেন্দ্র কমিটির উপদেষ্টা বহরিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মো. ইমাম হোসেন, সাহাবুদ্দিন স্কুলের প্রধান শিক্ষক শংকর কুমার সাহা ও সায়েদ আলী আখন। পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন কেন্দ্র নির্বাহী মোঃ হাফিজ আহমদ, কেন্দ্র সচিব- মাওঃ আবুল বাশার, সহকারী কেন্দ্র সচিব ফজলুর রহমান রুবেল, হল সুপার- জনাব ইসলাম চৌধুরী, সহকারী হল সুপার শতাব্দী আচার্যীসহ সকল সমন্বয়কারীবৃন্দ। আজ ২য় দিনেও বাংলা ও ইংরেজী বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ৩ নভেম্বর ২০২৩