চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন ওনার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয়ের হল রুমে ৩৫টি স্কুলের ২শ’ শিক্ষকদের নিয়ে সোমবার (১৪ আগস্ট) দিন ব্যাপি প্রাশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রভাষক পীরজাদা মাওলানা মু. মাহফুজ উল্যাহ খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উত্তম কুমার ঢালি, ইনসট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার, ইউ আর সি। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন। প্রশিক্ষক ইসমত আরা শাফি, শামিম আহমেদ মো. জাকির হোসেন প্রমুখ।
সমাপনি ও সনদ বিতরণী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লা সমিতির শিক্ষা সচিব ওমর ফারুক, জেলা কিন্ডারগার্টেন ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফজলুল করিম বাসেত, কোষাধ্যক্ষ জায়েদুর রহমান জহির, আকবর হোসেন মোহন, মোহাম্মাদ উল্যাহ,
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ১০ : ৫০ পিএম, ১৪ আগস্ট ২০১৭, সোমবার
এইউ