চাঁদপুর

চাঁদপুর মেঘনা থেকে অজ্ঞাত শিশু কন্যার গলিত মরদেহ উদ্ধার

শহরের পুরাণবাজার দোকানঘর এলাকার মেঘনা নদী থেকে অজ্ঞাত ৫ থেকে ৬ বছরের এক শিশু কন্যার গলিত মরদেহ পুরাণবাজার ফাঁড়ি পুলিশ সদস্যরা উদ্ধার করেছেন।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ শিশুর লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, চাঁদপুর শহরের পুরাণবাজার দোকানঘর এলাকার রামদাসদী আশ্রায়ন প্রকল্পের লাগোয়া মেঘনা নদীতে দুপুর অনুমান ১২টার দিকে নদীর প্রবল স্রোতে অজ্ঞাত এই শিশুর লাশটি ভেসে যেতে দেখলে আশ্রায়ন প্রকল্পের লোকজন প্রথমে চাঁদপুর মডেল থানা পুলিশকে অবগত করে।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইবরাহিম খলিল পুরাণবাজার পুলিশ ফাড়িকে অবগত করলে লাশটি উদ্ধারের জন্য ছুটে যান এসআই জাহাঙ্গীর আলম। পরে আশ্রায়ন প্রকল্পের লোকজনের সহায়তায় অজ্ঞাত কন্যা শিশুর গলিত ভাসমান লাশটি নদীর পাড়ে এনে আটকে রাখেন। পরবতীতে সুরুত হাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্ত শেষে লাশটি আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে চাঁদপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।

যেভাবে লাশটি নদীতে ভাসছিল তাতে মনে করা হচ্ছে চাঁদপুর জেলার পার্শ্ববর্তী শরীয়তপুর জেলার নুরিয়ায় যে নদী ভাঙ্গন হচ্ছে হয়তো শিশুটি সেখান থেকেই পানিতে পড়ে মৃত্যুর পর প্রবল স্রোতে এখানে ভেসে উঠেছে।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক

Share