জাতীয়

কিছু ভালো নেতা বিএনপিতেও আছেন : রেলমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম :

বিএনপিতেও কিছু ভালো নেতা আছেন. যারা নাশকতা পছন্দ করেন না বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। শনিবার চট্টগ্রাম-নাজিরহাট রুটে ডিজেল ইলেকট্রনিক মাল্টিপল ইউনিট (ডেমু) ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মুজিবুল হক বলেন, বিএনপি এখন লাইফ সাপোর্টে আছে। খালেদা জিয়া গণআন্দোলন কাকে বলে সেটা বুঝেন না। সে কারণে বিএনপির এখন এ দুরবস্থা।

ঈদের সময় দৈনিক আড়াই লাখ যাত্রী পরিবহন করা হবে জানিয়ে রেলমন্ত্রী বলেন, রেলের সীমিত সম্পদের মধ্যেই ঈদের সময় দৈনিক আড়াই লাখ যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। যেখানে অন্যান্য সময় দৈনিক ১ লাখ ৭০ হাজার যাত্রী পরিবহন করা হয়।

ঈদের সময় কালোবাজারি রোধে ও যাত্রীদের নিরাপত্তা বিধানে রেলওয়ে পুলিশ, ডিআরপিসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমল কৃষ্ণ ভট্টাচার্য। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংসদ মঈনুদ্দিন খান বাদল, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক।

আপডেট :   বাংলাদেশ সময় : ০৩:৩০ অপরাহ্ন, ২০ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, শনিবার ০৪ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

Share