কিং খান মানে শাহরুখ খান আর নেই । এই খবর ছড়িয়ে পরতেই তার লখো কোটি ভক্ত তাদের প্রিয় তারকা কে শেষ বার দেখার জন্য ভীর জমায় শাহরুখ খান এর বাসায় ।
সকল ভক্তকে কান্নায় ভাসিয়ে কিং খান এর মরদেহ ধীরে ধীরে এগিয়ে যায় গঙ্গার বালুকা বেলায় ।
এটি শাহরুখ খান এর বহু প্রতক্ষিত ও বহুল আলোচিত সিনেমা “গুজারগায়া কিং খান“(কিং খান আর নেই) এর শেষ দৃশের বর্ণনা।
আর কে টি প্রডাকশন এর ব্যানারে নির্মিত বিগ বাজেটের এই সিনেমাটি পরিচালনা করবেন ব্রিটিশ ভারতীয় বংশদ্ভূত তরুন পরিচালক আর কে রতন। মুম্বাইএর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে পরিচালক জানান, সিনেমার প্রিপ্রোডাকশনের কাজ শেষ শুধু কাস্টিং বাকি। তিনি আরো জানান নায়ক হিসাবে শাহরুখ খান চূড়ান্ত, তবে নায়িকা কে হবেন তা এখন নির্ধারিত হবে মার্চে এক অডিশনের মধ্য দিয়ে।
সব কিছু ঠিক-ঠাক থাকলে ২০১৭ সালের দিউয়ালি তে মুক্তি পাবে গুজারগায়া কিং খান (কিং খান আর নেই)
নিউজ ডেস্ক।।আপডেট : ০৭:১০ পিএম, ১৫ জানুয়ারি ২০১৫, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur