অাওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমর্থদের দখলে ধানমন্ডিস্থ তিন নম্বরের অাওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়। সহ-সম্পাদক পদবঞ্চিতরা অাজ সেখানে ছিলেন না কোন মহড়াও সেখানে দিতে পারেনি।
সোমবার রাতে ওবায়দুল কাদের ধানমন্ডির কার্যালয়ে এলে তার সমর্থকরা স্লোগান দেয়, ‘কাদের ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’। ওবায়দুল কাদের অফিসের ভেতরে ঢুকে প্রায় ২০ মিনিট অবস্থান করেন।
সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় ওবায়দুল কাদের উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, তোমরা মিছিল করো- অার সাংবাদিকরা লেখে যে কাদেরের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। মিছিল করো কিন্তু অামার নাম নিয়ে স্লোগান দেয়ার প্রয়োজন নেই। স্লোগান একটাই হবে সেটা হলো শেখ হাসিনার নামে। ওবায়দুল কাদের এলাকা ত্যাগ করার অাগে ও ত্যাগ করার সময় উপস্থিত নেতাকর্মীরা শুধু ওবায়দুল কাদেরের নামে স্লোগান দেন।
গত রোববার সহ-সম্পাদক পদবঞ্চিতরা দ্বিতীয়বারের মতো ওবায়দুল কাদেরকে ঘেরাও করেল সোমবার তারা ওই এলাকায় ছিলেন না। এর অাগে শনিবার রাতে ধানমন্ডিস্থ অাওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের সামনে ওবায়দুল কাদেরকে ঘেরাও করে রাখে পদবঞ্চিতরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পদবঞ্চিতরা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তাদের নানাভাবে হুমকি-ধামকি দেয়া হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে বলা হয়েছে- যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে ভবিষ্যতে তারা কখনো কোনো কমিটিতে স্থান পাবে না। ফলে তারা বর্তমানে সংযত অবস্থায় অাছে।
এদিকে পদবঞ্চিতরা বলছেন, যাদের অাওয়ামী লীগে কোনো অবদান নেই, যারা কোনোদিন ছাত্রলীগ করেনি, যারা মন্ত্রী ও দলের শীর্ষ নেতাদের বাসার কাজের লোক, যারা এক সময় ছাত্রদল করেছে তাদের নাম খসড়ায় স্থান পেয়েছে। এ ছাড়া এক সময় যারা অাওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা করেছে, নির্যাতন করেছে, তাদের নামও খসড়ায় রাখা হয়েছে।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৩: ৩০ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮, মঙ্গলবার
এএস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur