কাশ্মীরে জনতা-পুলিশ সংঘর্ষে নিহত ৮

নিহত কাশ্মিরী জঙ্গিদের ‘পোস্টার বয়’ বুরহান মুজাফফর ওয়ানির শেষকৃত্যকে কেন্দ্র করে পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষে কমপক্ষে আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় আরো দুই শতাধিক মানুষ আহত হয়েছে। এর মধ্যে ১০০ জনই পুলিশ সদস্য। খবর টাইমস অব ইন্ডিয়া।

শুক্রবার গোয়েন্দা সূত্রে খবর পেয়ে নিরাপত্তারক্ষীরা দক্ষিণ কাশ্মিরের কোকরনাগ এলাকায় অভিযান চালালে বুরহান ও তার দুই সঙ্গী নিহত হয়। এর আগে রাজ্য সরকার এই জঙ্গির মাথার দাম ১০ লাখ রুপি ঘোষণা করেছিল।

শনিবার বুরহান ও তার সঙ্গীদের শেষকৃত্য অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্য প্রশাসন আগে থেকেই উপত্যকায় কারফিউ জারি করে; সেই সঙ্গে অমরনাথ যাত্রাও স্থগিত রাখা হয়।

পুলিশ জানায়, নিরাপত্তারক্ষীদের একটি শিবিরের ওপর স্থানীয় লোকজন আক্রমণ করলে জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালায়। পালাতে গিয়ে নদীতে পড়ে ভেসে যায় একজন। এরপর একাধিক সংঘর্ষের ঘটনা ঘটলে এতে প্রাণহানি ঘটে।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৫:০০ এএম, ১০ জুলাই ২০১৬, রোববার
ডিএইচ

Share