কাল সোমবার ১৮ সেপ্টেম্বর থেকে সারা দেশের হাসপাতালে আবারও অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.আহমেদুল কবির। রোববার ১৭ সেপ্টেম্বর দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ডা.আহমেদুল কবির বলেন,‘ডেঙ্গুর এ ক্রান্তিকালে আমরা এই অভিযান আরও জোরদার করবো।’
সিভিল সার্জনকে নির্দেশনা দেয়া হয়েছে উল্লেখ করে অধ্যাপক ডা.আহমেদুল কবির জানান, সব সিভিল সার্জনকে নির্দেশনা দিয়েছি, প্রত্যেকটি হাসপাতালে র্যাপিড রেসপন্স টিম তৈরি করার জন্য। এই টিম যারা অপেক্ষাকৃত খারাপ অবস্থার রোগী তাদের প্রতিনিয়ত মনিটরিং করবে। রোগীর অবস্থা যাতে আরও খারাপ না হয় এবং এরকম কোনও রোগীকে ঢাকার দিকে যেন পাঠানো না হয়।
তিনি আরও জানান, সিভিল সার্জনদের বলা হয়েছে একটি সমন্বয় টিম করার জন্য। সিভিল সার্জন, ভোক্তা অধিকার এবং লোকাল ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে একটি অভিযান চালানোর জন্য বলা হয়েছে। যেসব ফার্মেসি কিংবা ক্লিনিক স্যালাইন মজুত করেছে সেগুলোকে চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করেন তিনি।
১৭ সেপ্টেম্বর ২০২৩
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur