Home / সারাদেশ / কালীগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে গ্রেফতার বাণিজ্যের অভিযোগ
কালীগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে গ্রেফতার বাণিজ্যের অভিযোগ

কালীগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে গ্রেফতার বাণিজ্যের অভিযোগ

‎Wednesday, ‎March ‎04, ‎2015, 6:48:58 PM

Jinaidoho Corespondent:

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে গ্রেফতার বাণিজ্যের অভিযোগ উঠেছে। কালীগঞ্জ থানা পুলিশের একমাত্র কাজ হলো সাধারণ মানুষ কে গ্রেফতার করে টাকার বিনিময়ে মুক্তি দেওয়া। ২ মার্চ কালীগঞ্জ থানার এস আই নিরব কালীগঞ্জ উপজেলা নলডাঙা সড়ক থেকে মিজানুর রহমান কে গ্রেফতার করে। মিজানুর রহমান এর বাড়ি ঝিনাইদহ সদর থানার বাগুটিয়া গ্রামে। তিনি অনেক দিন বিদেশে থাকার পর কালীগঞ্জ এর ফয়লা গ্রামে জমি কিনে বাড়ি করে বসবাস করে আসছে। মিজানুর রহমান একজন ব্যাবসায়ী তিনি নলডাঙা সড়কে দোকান ভাড়া নিয়ে সাইকেলে খুচরা যন্ত্রাংশের ব্যবসা করে আসছেন। ব্যবসায়ী মিজানুর রহমান জানান এসআই নিরব তাকে তার দোকান থেকে গ্রেফতার করে নিয়ে যায়। গ্রেফতার করে বিএনপির বিরুদ্ধে যে বিস্ফোরক মামলা দেওয়া হয়েছে সেই মামলায় চালান দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে এক লক্ষ টাকা দাবি করে পরে চল্লিশ হাজার টাকার বিনিময়ে তাকে মুক্তি দেওয়া হয়। এছাড়া একই থানার এসআই নাসির কিছু দিন আগে ফয়লা গ্রামের শহীদ নূরআলী কলেজের সামনে থেকে একজন কলেজ পড়ুয়া ছাত্র কে গ্রেফতার করে। নাসির নিজে ফেনসিডিল খেয়ে খালি বতল ঐ ছাত্রের মাজায় গুজে দিয়ে তার পরিবারের কাছ থেকে নগদ ৫০০০০ হাজার টাকা হাতিয়ে নেয়।