Thursday, April 09, 2015 10:06:28 PM
জাহিদুর রহমান তারিক :
ঝিনাইদহের কালীগঞ্জে অগ্নিকান্ডে শহরের ঢাকালে পাড়ার ২ টি বাড়ি সম্পূর্নভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় এলাকাবাসী যেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানায়, কালীগঞ্জ শহরের ঢাকালে পাড়ার সবদুলের বাড়ির বৈদ্যুতিক শর্টসার্টিক থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ওই বাড়ির দুই রুমের যাবতীয় মালামাল ও পাশ্ববর্তী রাঙ্গার বাড়ির দুইটি রুমে আগুন লেগে বাড়ির খাট, পালঙ্গ, আলনা, ড্রেসিং টেবিল, টিভি, ফ্যানসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী আরো জানায়, তারা ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনীর সদস্যরা আসার আগেই বাড়ির সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। এ রিপোর্ট পাঠানোর সময় পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
চাঁদপুর টাইমস : এমআরআর/জেআরটি/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur