সারাদেশ

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পশ্চিমাঞ্চলে বুধবার সন্ধার পর দেশের উত্তর পশ্চিম কোন থেকে এ ঝড় ঘন্টায় প্রায় ১৫০ থেকে ১৭০ কিমি বেগে প্রবাহিত হয়।

এতে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কিছু অংশ ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দাদপুর, ধলা, বালিয়াডাঙ্গা, বানুড়িয়া, সানবান্দা, রাখালগাছি ও বারোবাজার পর্যন্ত ব্যাপকভাবে আঘাত হানে।

অত্র গ্রামের মিজানুর রহমান এর গাছ ভেঙে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে এছাড়া শতাধিক কাঁচা ও আধা পাকা টিনের ঘর নষ্ট হয় ও প্রায় ২ শতাধিক গাছ উপড়ে যায়, রাস্তার পাশে হওয়ায় মাটি ভেঙে রাস্তার বেহাল দশা।
ঝিনাইদহের দাদপুর ও ধলা গ্রামের হান্নান মন্ডল, মক্ছিদুল, জাহিদুল, সামছুদ্দিন সনু, মান্নান, সেলিম, সহিদুল, আজু, রহিমসহ অনেকের ঘর ভেঙে যায় এবং টিন বাতাশে উড়ে গেছে, এছাড়া মিজান, সালাম, শুকুর, রায়হান, ভবেনসহ অনেকের টালি টিন নষ্ট হয়েছে।

এলাকার জনসাধারণ সবাই ই প্রায় দিন আনে দিন খায়। রাতে অনেকে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির ভিতরে অন্যের বাড়িতে আশ্রয় নেয়।

স্থানীয়দের সহায়তায় অনেকে টিনের চাল বেধে দেওয়া, রাস্তার গাছ সরিয়ে জনগনের চলাচলের ব্যবস্থা করেছেন।

জাহিদুর রহমান তারেক, ঝিনাইদহ করেসপন্ডেন্ট [/author]

: আপডেট ২:০৬ এএম, ৭ মার্চ  ২০১৬, বৃহস্পতিবার

ডিএইচ

Share