হাজীগঞ্জের কালচোঁ দক্ষিণ ইউনিয়নের প্যারাপুর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা, সমাজ সেবক আক্তারুজ্জামান মুন্সী। গত ৫ এপ্রিল বিদ্যালয়ের গভর্নিং বডির নাম বোর্ড সিদ্ধান্তের আলোকে প্রকাশ করা হয়। এর আগে তিনি প্যারাপুর উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্যের দায়িত্ব পালনের পাশাপাশি নতুন করে সভাপতির দায়িত্ব পেলেন।
হাজীগঞ্জের কালচোঁ দক্ষিণ ইউনিয়নের উড়পুর গ্রামের আক্তারুজ্জামান মুন্সী একই সাথে ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয়, কালচোঁ নেছারাবাদ মাদ্রাসা, নওহাটা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার আজীবন দাতা সদস্যের দায়িত্বে রয়েছেন।
৮০/৯০ দশকের ছাত্রলীগের রাজনৈতি থেকে শুরু করে বর্তমানে কালচোঁ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য, ঢাকাস্থ চাঁদপুর- সমিতির আজীবন সদস্য, উড়পুর গ্রামের পূর্ব জামে মসজিদের সভাপতির দায়িত্বেসহ নানা সামাজিক সংগঠনের সাথে জড়িত বিশিষ্ট ব্যবসায়ী মো. আক্তারুজ্জামান মুন্সী।
প্যারাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালনে ম্যানেজিং কমিটির সদস্যগণ, শিক্ষকমন্ডী ও শিক্ষার্থীদের অভিভাবকসহ সকলের সহযোগিতা কামনা করেন আক্তারুজ্জামান মুন্সী।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়,৬ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur