Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / কালচোঁ দক্ষিণে জনসচেতনতা মূলক বিট পুলিশিং সভা
কালচোঁ

কালচোঁ দক্ষিণে জনসচেতনতা মূলক বিট পুলিশিং সভা

হাজীগঞ্জের ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নে নারী ও শিশু নির্যাতন দমন, মাদক, কিশোর গ্যাং এবং ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতা মূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ জুন সোমবার রামপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জের সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, এ সমাজ থেকে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাংদের বিরুদ্ধে শক্ত অবস্থান পুলিশের রয়েছে। তাই আমরা চাই আপনারা সচেতন হয়ে পুলিশকে সহযোগিতা করুণ, তাহলে আপরাধ নিমূল সম্ভব হবে। আপনারা যারা সাধারন মানুষ তারা আইন শৃঙ্খলার শান্তি রক্ষার্থে পুলিশকে সহযোগিতা করবেন। এতে কেউ কোন প্রকার হয়রানি হবেন না। আসুন রাষ্ট্রকে এগিয়ে নিতে সবাই অপরাধ নিমূলে কাজ করি।

কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপনের সভাপতিত্বে ও উক্ত উইনিয়নের বিট অফিসার এস আই প্রভাকরের সঞ্চলনায় এ সময় আরো বক্তব্য রাখেন, রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম মানিক, রামপুর হাই স্কুলের প্রধান শিক্ষক কবির হোসেন সরকার, ইউনিয়ন যুবলীগের আহবায়ক শ্যামল চন্দ্র শীল প্রমুখ।

কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্যরা ছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকসহ প্রায় কয়েক শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৭ জুন ২০২২